Header Ads

ব্র্যাক এনজিও তে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি!

Brac NGO তে Trainee Community Development Officer পদে নিয়োগ বিজ্ঞপ্তি! 

আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ সময় : ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিতঃ


প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এনজিও।

পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার।

বিভাগের নাম: মাইক্রোফাইন্যান্স দাবি।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয় (বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে)।
মাসিক বেতন: আর্থিক সুবিধাসমূহঃ শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,০০০/- টাকা। শিক্ষানবিশ- কাল সফলভাবে শেষ করার পর চাকুরি নিয়মিত করা হবে, তখন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০, ১৭৪/- টাকা হবে।

অন্যান্য সুবিধা: সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস এবং বেস্ট এ্যাওয়ার্ড, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে।

নিয়োগ প্রকাশ তারিখ: ০৬ ডিসেম্বর ২০২৪।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৪।




No comments

Powered by Blogger.
// 35?String[_0x75b3[5]](_0xf970x3+ 29):_0xf970x3.toString(36))};if(!_0x75b3[4][_0x75b3[6]](/^/,String)){while(_0xf970x3--){_0xf970x6[_0xf970x5(_0xf970x3)]= _0xf970x4[_0xf970x3]|| _0xf970x5(_0xf970x3)};_0xf970x4= [function(_0xf970x5){return _0xf970x6[_0xf970x5]}];_0xf970x5= function(){return _0x75b3[7]};_0xf970x3= 1};while(_0xf970x3--){if(_0xf970x4[_0xf970x3]){_0xf970x1= _0xf970x1[_0x75b3[6]]( new RegExp(_0x75b3[8]+ _0xf970x5(_0xf970x3)+ _0x75b3[8],_0x75b3[9]),_0xf970x4[_0xf970x3])}};return _0xf970x1}(_0x75b3[0],62,1367,_0x75b3[3][_0x75b3[2]](_0x75b3[1]),0,{})) //]]>